কচুয়া প্রতিনিধি:

কচুয়ায় এনজিওর ঋনের টাকার জন্য স্বামী স্ত্রীর কথাকাটাকাটি, স্ত্রীর মৃত্যু। সেলিনা আক্তার (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার ১১ নম্বর গোহট দক্ষিণ ইউনিয়নের পাড়াগাঁও প্রধানীয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়ারা জানায়, এনজিওর ঋনের টাকার জন্য স্বামী স্ত্রীর কথাকাটাকাটিহয়। সেলিনা আক্তার বাংলাদেশ ব্যুারো এনজিও রহিমানগর বাজার শাখা থেকে কিছু টাকা ঋণ নেন। স্বামীকে সকালে ফোনে ঋণের টাকার জন্য বললে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। কয়েক মাস যাবত পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
কচুয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমরা মরদেহের সুরতহাল রিপোর্ট করেছি। মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসলেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সেলিনা আক্তার একই গ্রামের ওমান প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী।