চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরবাসীর প্রতি আহ্বান শান্তির শহরে কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন না। চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাতের অন্ধকারে কে বা কারা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
৬ এপ্রিল দিবাগত রাতে চাঁদপুর শহরের মরহুম আ. করিম পাটোয়ারী সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় সম্মুখে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিটি কে বা কারা রাতের অন্ধকারে ভেঙ্গে রেখে যায়।
পরদিন ভোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী মো. বাদল গাজী দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করতে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর দেখতে পেয়ে তাৎক্ষণিক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালকে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন।
পরবর্তীতে তিনি বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) কে অবগত করেন। কিছুক্ষণ পরেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল বলেন, চাঁদপুরবাসীর প্রতি আহ্বান শান্তির শহরে, কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন না। আওয়ামী লীগ শান্তি ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। তাই সকলকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাই।