চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর দীর্ঘ ২৪ ঘণ্টায়ও নিখোঁজ শিশু উদ্ধার হয়নি, উদ্ধারের জন্যে ডুবুরিদের সহযোগিতা । চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারের পশ্চিম পাশে ডাকাতিয়া নদীতে বাল্কহেডের ধাক্কায় বরযাত্রী বহনকারী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ এবং ২০ জন যাত্রী আহত হয়েছেন। গত রোববার (২১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড় ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চরমেয়াশা গ্রাম থেকে ট্রলারটি একই উপজেলার পাইকদী গ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রলারটি শাহতলী বাজারের পশ্চিম পাশে আসলে বিপরীত দিক থেকে আসা বাল্কহেড ট্রলারের উপর উঠিয়ে দেয়। এতে ট্রলারটি নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ২০ জন যাত্রী আহত এবং পিংকি (৮) নামে একজন নিখোঁজ হয়।
আহতরা হলেন রতিশ (৫২), শুকুমার (৪৫) ও সঞ্জিত দাস (৩৬)। আহতদের উদ্ধার করে চাঁদপুরসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ পিংকির সন্ধান পাওয়া যায়নি। টানা ১৬ ঘণ্টা ডুবুরি দল উদ্ধারের চেষ্টা করলেও পিংকিকে উদ্ধার করতে সক্ষম হয়নি। ডুবে যাওয়া ট্রলার আজ মঙ্গলবার উদ্ধার করা হবে।
মৈশাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. বারেক খান বলেন, ট্রলার ডুবির ঘটনা শুনে সাথে সাথে ঘটনাস্থলে যাই। ট্রলারে থাকা বরযাত্রীদের উদ্ধারে সহায়তা করি। এমনকি নিখোঁজ শিশু পিংকির লাশ উদ্ধারের জন্যে ডুবুরিদের সহযোগিতা করেছি। তারা আপ্রাণ চেষ্টা করেছে শিশুটিকে উদ্ধার করার জন্যে।
ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান পাটওয়ারী বলেন, ঘটনার পর পর আমার পরিষদের ইউপি সদস্য ঘটনাস্থলে থেকে উদ্ধার কাজে সহযোগিতা করে। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে সহযোগিতা করেছি। শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, নদীতে চলাচলকারী বালুবাহী বাল্কহেডগুলো বেপরোয়া চলাচল করে থাকে।