ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ও গরুর খামার ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ছয় লক্ষাধিক টাকার সম্পদহানি হয়েছে। বুধবার গভীর রাতে পৌর এলাকার কেরোয়া গ্রামের চরগুদাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত তিনটা নাগাদ বিকট শব্দ শুনে তারা এগিয়ে গেলে মোস্তফা কামালের মুদি দোকান আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দেখে। আগুনে তার মুদি দোকান ও পাশের একটি গরুর খামার পুড়ে যায়।
ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাসিন্দা আব্দুল হালিম ওরফে হগার আলী বলেন, রাত আনুমানিক ১২টায় ঘুমিয়ে পড়ি। আমি রাত তিনটা নাগাদ বিকট আওয়াজ পাই। তড়িঘড়ি বাইরে গিয়ে দেখি আমার পাশের দোকানে দাউদাউ করে আগুন জ্বলছে।
আমাদের পরিবারের সদস্যরা ডাকচিৎকার দিলে দূর থেকে লোকজন ছুটে আসে। আমরা আপ্রাণ চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। ততক্ষণে দোকানের সম্পূর্ণ মালামালসহ দুটি ঘর সম্পূর্ণ ও একটি ঘরের আংশিক পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যকে সমবেদনা জানান।
ক্ষতিগ্রস্ত মোস্তফা কামল জানান, অগ্নিকাণ্ডে আমার একটি মুদি দোকান ও গরুর খামার ভস্মীভূত হয়েছে। আগুনে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকানের পাশে একটি ঘরে চারটি গরু ছিলো। জীবনের ঝুঁকি নিয়ে গরু সরানো গেছে।