ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জে মা-বাবার সঙ্গে অভিমান করে মারিয়া আক্তার (১৪) নামে অস্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু। ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার সকালে উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মারিয়া কামতা গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। মা-বাবার সঙ্গে অভিমান করে মঙ্গলবার ভোরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
পরে সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্যে চাঁদপুরে প্রেরণ করে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন আত্মহননের বিষয়টি নিশ্চিত করে।