ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জে প্রেমিক প্রেমিকা বিবাহবন্ধনে আবদ্ধ হতে না পারায় উভয়ের আত্মহত্যা । ফরিদগঞ্জ উপজেলার সকদী রামপুর গ্রামের যুবক মো. মাহবুব আলম আশেক (২৩) তার প্রেমিকাকে বিয়ে করতে না পেরে আত্মহত্যা করেছে।
জানা যায়, মাহবুব আলমের সাথে জনৈক ফারজানার প্রেমের সম্পর্ক ছিলো। হঠাৎ ফারজানাকে বিয়ে দেয়ার জন্যে তার পরিবার পাত্র দেখে। মাহবুব বিষয়টি তার পরিবারকে জানায়। তার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় ফারজানার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়।
তারপরও তারা বিয়ে করবে বলে মাহবুব তার পরিবারকে বলে দেয়। কিন্তু মাহবুবের পরিবার এ বিয়েতে সম্মতি না দেয়ায় ফারজানা বিষ খেয়ে ২ ডিসেম্বর ২০২০ মারা যায়। ফারজানার মৃত্যুর খবর শুনে ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জে মাহবুব ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।