ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জ বিদ্যুত অফিসে অভিযোগ, তার না সরানোর কারনে দুর্ঘটনা, নিহত ১ । ফরিদগঞ্জে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সহিদ উল্লা (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার বিকেলে পৌর এলাকার উত্তর কেরোয়ার আবদুল কাদের বেপারীর বিল্ডিং এর নিমার্ন কাজ করতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সহিদ উল্লা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। এ বিষয়ে এলাকাবাসী জানায়, তারটি নিচে থাকায় মৌখিক ভাবে পল্লী বিদ্যুত অফিসে একাধিকবার অভিযোগ করা হয়েছে। তারা বিদ্যুতের তারটি না সরানোর কারনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সহিদ উল্লা (২৫) নামে এ নির্মাণ শ্রমিক কেরোয়া এলাকার মো. আবুল হাসেম বেপারীর ছেলে। সে এক সন্তানের জনক ও তার স্ত্রী খাদিজা বেগম সন্তান সম্ভবা। এলাকাবাসী আরো বলে, বিল্ডিং এর নিমার্ন কাজ করতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ঠিক। তবে তারা বিদ্যুতের তার না সরানোর কারনে দুর্ঘটনা হয় ।