মতলব উত্তর প্রতিনিধি:

মতলব উত্তরে ঝড়ের কবলে গাছের চাপা পড়ে এক কিশোরের মৃত্যু, মোটরসাইকেলে থাকা বড় ভাই গুরুতর আহত। মতলব উত্তর উপজেলায় ঝড়ের কবলে গাছের চাপা পড়ে শাহাদাত হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার সাথে মোটরসাইকেলে থাকা তার বড় ভাই সাবি্বর হোসেন (১৮) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা সরকার বলেন, রোববার রাতে তারা দুই ভাই বেলতলী থেকে গোপালকান্দি নিজ বাড়িতে যাওয়ার সময় বদরপুর মোল্লাকান্দি বেড়িবাঁধ সড়কে গাছ ভেঙ্গে চলতি মোটরসাইকেলের উপরে পড়ে। মোটরসাইকেলটি বড় ভাই চালাচ্ছিল। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক শাহাদাত হোসেনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত মো. সাবি্বর হোসেনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে। কিশোর শাহাদাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অকালে শাহাদাতকে হারিয়ে শোকাহত তার পরিবার। শাহাদাত গোপালকান্দি গ্রামের আ. শুক্কুরের ছেলে। গত রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে বেড়িবাঁধ সড়কে ।