মতলব উত্তর প্রতিনিধি:

মতলব উত্তর উপজেলায় পুলিশ আসে সন্দেহ ছুরিকাঘাত।মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে এক বাড়িতে পুলিশ আসে অভিযোগ তদন্ত করতে। অভিযুক্তদের সন্দেহ কেউ পুলিশকে খবর দিয়েছে। এ সন্দেহে মো. আজম নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ২ জানুয়ারি দুপুরে লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত আজমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় স্থানীয়রা।
মঙ্গলবার মো. আজম বলেন, ২ জানুয়ারি ২০২১ আমাদের লুধুয়া গ্রামে থানার এসআই আরিফ আসে তাদের কাজে। আমি ক্ষেতে কাজ করার সময় আমাকে পুলিশ জিজ্ঞেস করে আলীর বাড়ি কোনটা। আমি তাদের দেখিয়ে দিয়েছি। আমি পুলিশকে খবর দিয়েছি সন্দেহ করে পুলিশ যাওয়ার পরে আমার উপর হামলা করে অভিযুক্ত খোকন হাওলাদার, তার ছেলে কাঁকন (২৮), রিয়াদ (২৩) ও তার স্ত্রী কুহিনুর বেগম।
আজম আরো বলেন, তারা প্রায় ২০ বছর ধরে এই গ্রামে মাদকের ব্যবসা করে। এলাকার কেউ তাদেরকে কিছু বললে অবৈধ টাকার গরম দেখায়। তাই ভয়ে কেউ কিছু বলে না। ওইদিন ছোট একটি সূত্র ধরে আমার উপর হামলা করে এবং আমার ছোট বাচ্চাকে ছুরিকাঘাত করে। আমি তাকে বাঁচাতে গেলে ওই ছুরি আমার পায়ে এসে বিঁধে। আমি থানায় অভিযোগ করেছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।