মতলব দক্ষিণ প্রতিনিধি:

মতলব দক্ষিনে গভীর রাতে র্যাব-১১ এর অভিযান।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল ২১ জানুয়ারি গভীর রাতে মতলব দক্ষিণ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বহুল আলোচিত একাধিক ‘মোবাইল অ্যাপসের’ মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারীদের মূল হোতা মতলব দক্ষিণ থানার হাজী মো. বাদশা প্রধানের ছেলে মো. আলমাছ প্রধান (৩৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
তার নিকট থেকে জুয়া খেলার নগদ দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস্-সম্বলিত ৫টি মোবাইল, একটি ৫ লাখ টাকার বস্ন্যাংক চেক ও ২টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ।
জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিলো। এছাড়া তার এই অপকর্মের সাথে আরো অনেকেই জড়িত রয়েছে বলে জানায়।
মতলব দক্ষিণ থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ । গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, ক্যাসিনো ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।