শাহরাস্তি প্রতিনিধি:

শাহরাস্তি পানিওয়ালা সড়কে বেপরোয়াগতিতে আসা সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী শিশু নিহত। ২১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সুচিপাড়া উত্তর ইউনিয়নের শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে পানিওয়ালা সড়কের শোরসাক উত্তরপাড়া নূরানী মাদ্রাসা সংলগ্ন এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় সাত বছরের শিশু নিহত হন।
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন এর শোরসাক গ্রামের নুরানি মাদ্রাসার পাশে বেপরোয়াগতিতে আসা সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী মো. ছাদেক হোসেন ( ৭) নামে এক শিশু ঘটনাস্থেলে নিহত হয়। জানা যায়, শোরসাক তপদার বাড়ির বিল্লাল হোসেনের ছেলে ছাদেক হোসেন বাড়ির পাশে নুরানি মাদ্রাসার সামনে মর্মান্তিক ঘটনা হয়।
বেপরোয়াভাবে সিএনজিটি এসে ছাদেক কে ধাক্কা মারলে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। ছাদেক নামের এই শিশুটির। এ সময় উত্তেজিত জনতা সিএনজি টি আটক করে। পরে থানা পুলিশ এসে আটককৃত সিএনজিটি থানায় নিয়ে আসেন। শিশু ছাদেকের মৃত্যুতে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন এর শোরসাক গ্রামে শোকের ছায়া নেমে আসে।