মো. সাইফুল ইসলাম:

শাহরাস্তি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইভিএমের মাধ্যমে। আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ দ্বিতীয় দিনে মেয়র পদে ২, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন প্রার্থী মনোনয়নপত্র পরম সংগ্রহ করেছেন।
মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন পাটোয়ারী (মশু পাটোয়ারী), ও
বর্তমান পৌর মেয়র হাজী আব্দুল লতিফ।
পৌর নির্বাচনে পৌরসভার ১২টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৮জন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১জন।
উল্লেখ মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, প্রতিক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি, ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি রবিবার, ভোট গ্রহণ করা হবে ইভিএমের মাধ্যমে।