মো. সাইফুল ইসলাম.

শাহরাস্তি সুরসই সূর্য তরুণ পাঠাগার এর উদ্যোগে ফুটবল প্রিমিয়ার লিগ ফাইনাল খেলা অনুষ্ঠিত। সুরসই সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশের মাঠে সূর্য তরুণ পাঠাগার এর উদ্যোগে ফুটবল প্রিমিয়ার লিগ ফাইনাল খেলা আজ ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার বিকাল ৩ টায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহারাস্তি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, খেলাধুলার বিকল্প নেই। আনন্দ-বিনোদন সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। খেলাধুলা শরীর ও স্বাস্থ্য ভালো রাখে। একজন খেলোয়ার খেলার পরে রাতের ঘুম অনেক ভালো হয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন।
মোহাম্মদ আবদুর রব দর্জির সভাপতিত্বে ১০নং টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক দর্জির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. মো. পলাশ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক দর্জি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামরুল ইসলাম মজুমদার, মোহাম্মদ কামরুল ইসলাম মুন্সী, মো. আবুল বাশার মোল্লা, মহসিন খন্দকার প্রমুখ।
ব্যাপক আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন দর্শনার্থী। খেলোয়ার ও দর্শনার্থীদের ভদ্রতা, নম্রতা, দেখে অতিথিবৃন্দ আবেগ আপ্লুত। ফুটবল প্রিমিয়ার লিগ ফাইনাল খেলার প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. জাহাঙ্গীর আলম, সরকারি রেফারির দায়িত্ব পালন করেন মাহবুব আলম ভূঁইয়া, হৃদয়, মজিব গাজী, শহীদুল ইসলাম, খোকন পাটওয়ারী, ফরিদুল ইসলাম।