হাইমচর প্রতিনিধি:

হাইমচরে ঝড়ের কবলে নৌকা উল্টে ১ জেলে নিখোঁজ। হাইমচরের কালিখোলায় ঝড়ের কবলে নৌকা উল্টে হরিণার জেলে আলমগীর হালদার নিখোঁজ । রোববার সন্ধ্যায় মাছ ধরতে হরিণা থেকে হাইমচরের কালিখোলায় যায়। কালিখোলা কলেজ সংলগ্ন নদীতে মাছ ধরার সময় ঝড়ের কবলে তাদের নৌকাটি উল্টে যায়।
নৌকায় থাকা অন্যান্য জেলেরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ জেলে আলমগীর (৩২) সদর উপজেলার হরিণা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মো. হাবু হাওলাদার। মা রাশিদা বেগম হানারচর এলাকার সকলেরই পরিচিত মুখ।
হাইমচরের কালিখোলায় ঝড়ের কবলে নৌকা উল্টে নিখোঁজ জেলে আলমগীরের নিকটাত্মীয় হেলাল সোমবার রাতে মুঠোফোন জানান, তার ফুফাতো ভাইয়ের গত ২ দিনেও কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরীরা রোববার রাত থেকেই নিখোঁজ আলমগীরের সন্ধানে রয়েছে।