মো. নজরুল ইসলাম জসিম:

হাজীগঞ্জের টোরাগড় পুকুরঘাটে হাতমুখ ধুতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত এক যুবকের মৃত্যু, পানি থেকে উদ্ধার ।মঙ্গলবার ১ ডিসেম্বর ২০২০ হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণপাড়া মরহুম কাশেম কাউন্সিলরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই বাড়ির আব্দুর রশিদের চতুর্থ ছেলে।
জানা গেছে, এদিন সকালে বাড়ির পুকুরঘাটে হাতমুখ ধুতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায় ফারুক। কিছু সময় পার হলেও সে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। পরে বাড়ির লোকজন পুকুরের পানিতে নেমে ওমর ফারুককে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে। নিহত ফারুক শিশুকাল থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের লোকজন জানান। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার বলেন, ওমর ফারুককে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।