মো. মোসাদ্দেক হোসেন জুয়েল:

হাজীগঞ্জের ডাকাতিয়া নদীর অংশে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ । মঙ্গলবার ১ ডিসেম্বর ২০২০ দুপুরে ডাকাতিয়া নদীর অংশে অভিযান চালিয়ে ভেসাল জাল এবং দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম পাটওয়ারী। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে হাজীগঞ্জ উপজেলাধীন ডাকাতিয়া নদীর অংশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী। ১১ টি নিষিদ্ধ রিং জাল ৪ টি ভেসাল জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় । পরবর্তীতে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।