
মো. সাইফুল ইসলাম॥
হাজীগঞ্জের টোরাগড় বদরপুর কাদেরীয়া চিশতীয়া হোসাইনীয়া দরবার শরীফ কপ্লক্সের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর কো-চেয়ারম্যান ও শায়েখ আলহাজ্ব মাও. মো. আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী ব্রেইন ষ্ট্রোক করে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
সোমবার ২৮ মার্চ দুপুরে অটোরিকশা যোগে হাজীগঞ্জ বাজার থেকে টোরাগড় গ্রামের নিজ বাসায় যাওয়ার পথে অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে কুমিল্লা মুন হাসাপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে তার শারিরিক অবস্থার আরো অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়।
মাও. মো. আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরীর বড় ছেলে মাও. মো. রহমত উল্যাহ খানঁ আল কাদেরী বলেন, তাঁর বাবা ব্রেইন স্ট্রোক করে অটোরিকশা থেকে পড়ে যান। এতে করে তার মাথায় ব্যাপক রক্তক্ষরন হয়। তিনি বলেন, বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন, তার পরিবার।