মো. সাইফুল ইসলাম:

হাজীগঞ্জের ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী মো. গিয়াসউদ্দিন বাচ্চুর ঋণ খেলাপির অভিযোগে বাতিলকৃত মনোনয়ন অবশেষে বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার চাঁদপুর নির্বাচন কমিশনারের কার্যালয়ে আপীল নিস্পক্তির মাধ্যমে বৈধ ঘোষনা করা হয়। পূবালী ব্যাংকের কর্মকর্তারা ঋণের নবায়ন হয়েছে মর্মে দায়বদ্ধতা থেকে মুক্তি দেয়া হয়।
উপজেলা রিটানিং কর্মকর্তা মো. রেদওয়ানুর রহমান জানান, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. গিয়াসউদ্দিন বাচ্চু তার ভাইয়ের ঋণের জামিনদার হওয়ায় ঋণ খেলাপি অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। প্রকৃত ঋণ গৃহীতার ঋণ নবায়ন করায় জামিনদার মো. গিয়াসউদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ নিস্পক্তি হওয়ায় তার মনোনয়ন বৈধ।
রবিবার ৫ ডিসেম্বর ২০২১ এ বিষয়ে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. গিয়াসউদ্দিন বাচ্চু বলেন, ২০১৯ সালে আমার বড় ভাই তার প্রতিষ্ঠানের নামে ঋণ নেয় আর আমি জামিনদার ছিলাম। বিষয়টি আমার নির্বাচনে এসে জটিলতা ধারন করবে তা জানা ছিল না। ঋণের নবায়নপত্রের কাগজপত্র জমা দেওয়ার পর আপীল নিষ্পত্তির মাধ্যমে নির্বাচন কমিশন মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করায় আমি কৃতজ্ঞ।