নিজস্বপ্রতিবেদক:

হাজীগঞ্জে আগামী ২৬ ডিসেম্বর-২০২১ ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ শত ৩৬ প্রার্থীর মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ সম্পন্ন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৫ প্রার্থী নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে সংরক্ষিত নারী আসনে ৩ জন এবং সাধারণ সদস্য পদে ২ জন।
মঙ্গলবার ৭ ডিসেম্বও ২০২১ সকালে উপজেলা নির্বাচন অফিসার মো. ওবায়েদুর রহমান, দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসার মো. গোলাম মােস্তফা, রেজওয়ানুর রহমান ও জুলফিকার আলী প্রার্থীদের মাঝে এ প্রতিক বরাদ্ধ ঘোষনা করেন।
এসময় উপজেলার ১১টি ইউনিয়নের ৪৮ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ সম্পন্ন। এর মধ্যে রাজারগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আলহাজ্ব আ. হাদি (নৌকা প্রতীক), ২নং বাকিলা ইউনিয়নে হাবিবুর রহমান লিটন (নৌকা প্রতীক),
কালচোঁ উত্তর ইউনিয়নে মানিক হোসেন প্রধানীয়া (নৌকা প্রতীক), কালচোঁ দক্ষিন ইউনিয়নে আকতার হোসেন মিকন (নৌকা প্রতীক) হাজীগঞ্জ সদর ইউনিয়নে আলহাজ্ব শফিকুল ইসলাম মীর (নৌকা প্রতীক), বড়কুল পূর্ব ইউনিয়নে আহসান হাবিব (নৌকা প্রতীক),
বড়কুল পশ্চিম ইউনিয়নে বীর মুক্তিযুদ্ধা মনির হোসেন গাজী (নৌকা প্রতীক), হাটিলা পূর্ব ইউনিয়নে মোস্তফা কামাল মজুমদার (নৌকা প্রতীক), গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে কাজী নুরুর রহমান বেলাল (নৌকা প্রতীক), গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নে গিয়াসউদ্দিন বাচ্চু (নৌকা প্রতীক) ও হাটিলা পশ্চিম ইউনিয়নে আলহাজ্ব একেএম মজিবুর রহমান নৌকা প্রতীক পেয়েছেন।
এছাড়াও ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মাঝে আনারস, ঘোড়া, মটরসাইকেলসহ অন্যান্য প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। উপজেলার ১১ টি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ৮৪ জন ও সাধারন সদস্য ৪ শত ৪ জন প্রার্থীদের মাঝেও উপজেলা নির্বাচন অফিসার এবং দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তারা বিভিন্ন প্রতিক বরাদ্ধ সম্পন্ন করেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. ওবায়েদুর রহমান বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর রবিবার ৪র্থ ধাপে হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।