হাজীগঞ্জে রবি কাস্টমার কেয়ার উদ্বোধন। রোববার হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ হলুদ পট্টি হাজী আনোয়ার মঞ্জিলের নিচ তলায় ভাই ভাই ট্রেডার্স, প্রো. মো. ফারুক হোসেন লিটন ও হাজী মো. মিজানুর রহমান রিপনের কাস্টমার কেয়ারটি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. মো. আব্দুর রউফ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, সহ-সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন সাবু, দপ্তর সম্পাদক আবুল কাশেম মুন্সী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর. এম ইফতে খায়রুল আলম, এরিয়া ম্যানেজার আব্দুল মতিন মজুমদার, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আনোয়ার হোসেন, হাজী শাহ এমরান বাচ্চু মিয়া, মো. মনোয়ার হোসেন মন্টু, আব্দুল কাদের মিয়া, রবি ডিস্টিবিউট অফিসের ম্যানেজার সুমন চন্দ্র দাস, সুপার ভাইজার শামছুল আলম, কাস্টমার কেয়ার ম্যানেজার মো. মানিক মিজি, সহকারী মো. আবুল বাসারসহ রবির আরো কর্মকর্তা, কর্মচারী ও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ।