
মো. সাইফুল ইসলাম:
সাবেক সাংসদ এম এ মতিনসহ প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব
হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত ১০১ সদস্য পূর্নাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা সভায় চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপি’র প্রধান সমন্নয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেন, যারা যোগ্যতা থাকা স্বত্বেও কমিটিতে স্থান পাননি, তারা অভিমান না রেখে দলের পক্ষে কাজ করুন। আজ ২ অক্টোবর শুক্রবার বিকালে ৩ টায় এসব কথা তিনি বলেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি মোজাম্মেল হক মোহন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর পরিচালনায় বক্তব্যে রাখেন কেন্দ্রীয় ওলামা দলের সহ-সভাপতি মাও. নজরুল ইসলাম, পৌর বিএনপি’ র সভাপতি নাজমুল আলম চৌধুরী,
সাধারন সস্পাদক আব্দুর রহমান মিজি, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজির আহমেদ বাবু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাফের শাহ্, বর্তমান উপজেলা যুবদলের সভাপতি আক্কার হোসেন দুলাল, সাধারন সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদের সাবেক সভাপতি আবু সায়েম মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের এক এক করে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে সাবেক সাংসদ এম এ মতিনসহ প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।