মো. কামরুজ্জামান:

হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর দরবার শরীফে হিফজ্ বিভাগের উদ্বোধন ও ছবক।বদরপুর দরবার শরীফের আওতাধীন এমএএস কাদেরীয়া চিশতীয়া হোসাইনিয়া সুনি্নয়া দাখিল মাদ্রাসা ও হোসাইনিয়া হিফজুল কুরআন হিফজ্ বিভাগের উদ্বোধন ও ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১১ জানুয়ারি ২০২১ সোমবার দপুরে বদরপুর দরবার শরীফ কমপ্লেক্সের মসজিদে গাউছুল আজম জামে মসজিদে এই হিফ্জ বিভাগের উদ্বোধন ও ছবক সম্পন্ন হয়।
হিফজ্ বিভাগের উদ্বোধন ও ছবক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ছবক এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বদরপুর দরবার শরীফের পীর শায়েখ মাও. আবু সুফিয়ান খান আল আবেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর দরবার শরীফের খাদেম আব্দুস সোবহান গাজীপুরী, ধেররা মাদ্রাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার সুপার মোহাম্মদ আলী নক্সেবন্দি, ৬নং বড়কুল দরবার শরীফের পীর মাও. হেদায়েত উল্যাহ্ আল-কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ফজলুল কাদের বাগদাদী, হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাসুদ হোসেন আল-কাদেরী, টোরাগড় উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাও. আবুল খায়ের মোফাচ্ছের।
এসময় উপস্থিত ছিলেন বদরপুর এম.এ.এস কাদেরীয়া চিশতীয়া হোসাইনিয়া সুনি্নয়া দাখিল মাদ্রাসার মহাপরিচালক মো. রহমত উল্যাহ্, প্রধান শিক্ষক মাও. সাইফুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা ছাত্রসেনার সভাপতি মো. গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক ক্বারী বিল্লাল হোসেন আল-কাদেরী, বদরপুর দরবার শরীফের ছোট সাহেবজাদা এনায়েত উল্যাহ্সহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।