নিজস্ব প্রতিনিধি:

অরেঞ্জ দা ওয়ার্ল্ড এর উদ্যোগে নারীদের প্রতি সহিংসতা বন্ধের লক্ষ্যে হাজীগঞ্জ সূর্যের হাসি ক্লিনিকে আলোচনা সভা অনুষ্ঠিত। ৯ ডিসেম্বর ২০২১ সকাল ১১টায় হাজীগঞ্জ পচিম বাজার বিশ্ব রোডে অবস্তীত সূর্যের হাসি ক্লিনিক সরকার ভবন ১ম তলা রামগঞ্জ রোডে নারীদের প্রতি সহিংসতা বন্ধের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজীগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, সাম্প্রতিক হিসাব অনুযায়ী সারা বিশ্বে ১৫ বছর বা তার বেশি বয়সী নারীদেও মধ্যে প্রতি ৩ জনে ১ জন নারী তার জীবদ্দশয় অন্তত একবার হলেও শারীকির বা যৌন সয়িংসতার কবলে পড়েছেন। যার অধিকাংশই ঘটেছে পরিচিত এবং অপরিচিত মানুষের মাধ্যমেই। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় যে, বিগত এক যুগেও নারীদেও প্রতি সহিংসতার পরিমাণ উল্লেযোগ্য ভাবে কমে যায়নি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ সরকারী মডেল কলেজের বিভাগীয় প্রধান ফাতেমা আক্তার, তিনি তার বক্তব্যে বলেন কোভিড ১৯ মহামারী চলাকালীন সময়েও নারীদের প্রতি সহিংসতার এ সংখ্যা কোন ভাবেই কমে যায়নি বরং পারিবারিক সহিংসতা, সামাজিক যোগাযোগের মাধ্যমসহ ডিজিটাল মাধ্যমে নারীদের হয়রানীর ঘটনা বেড়েছে। নারীদে প্রতি সংহিংসতা বন্ধের লক্ষে বিশ্বেও অন্যান্য দেশের মত আমরাও সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
আলোচনা সভায় সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. সালমা রহমান এর সভাপতিত্বে ও হাজীগঞ্জ সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোহাম্মদ মাহবুব আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুন্নবী সুমন তপদার। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, হৃদয়ে চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক মো. সাইফুল ইসলাম। উদ্ভোধনে কোরান তেলাওয়াত করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মহিউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সূর্যের হাসি নেটওয়ার্কের সার্পোট গ্রুপের সদস্যগণ হাজী মো. হারুনুর রশিদ, উত্তম কুমার সরকার, অঞ্জনা রাণী সরকার, নুরুন্নাহার বেগম। সেবা গ্রহিতা হিসাবে উপস্থিত ছিলেন আঁখি দেবনাথ, মো. সোহেল আহমেদ। কমিউনিটি সার্ভিস প্রোপাইডার শামীমা সুলতানা ও নাছিমা বেগম। আমন্ত্রিত অতিথিবৃন্ধ হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিক্লপনা পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী হাজীগঞ্জ উপজেলা ও আইপিআই পদির্শক হাজীগঞ্জ পৌরসভা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সূর্যের হাসি ক্লিনিকের স্টাফবৃন্দ প্রশাসনিক সহ-কারী সৈয়দা রুবিনা আক্তার, এস. এইচ এন হেল্থ ওয়ার্কার উম্মে কুলসুম, ফারজানা আক্তার, তাহমিনা আক্তার, ল্যাব কেনিশিয়ান মো. জসীম উদ্দিন, সার্ভিস প্রমোটর ফাতেমা নার্গিস, মো. নুরে আলম, কাস্টমার রিলেশেনশিফ তানিম সুলতানা, সিকিউরিটি গার্ড মো. সাহেদ, ক্লিনিক এইড কহিনুর বেগমসহ হাজীগঞ্জ সরকারী মডেল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্ধ।