মো. সাইফুল ইসলাম॥

হাজীগঞ্জের ২নং বাকিলা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মিলন দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকালে ৩টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারীর কাছ থেকে তিনি তাঁর দায়িত্বভার গ্রহণ করেন
নবাগত পরিষদকে স্বাগত ও বিদায়ী পরিষদকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিদায়ী চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী। এসময় আরো বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা রফিকুল্লাহ খান কাজল, বিল্লাল হোসেন মজুমদার, এম.এ খালেকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য শেষে নব-নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মিলনকে ফুলেল শুভেচ্ছা জানান, বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে আগত লোকজন।
মিজানুর রহমান মিলন ২নং বাকিলা ইউনিয়নের স্বতন্ত নব-নির্বাচিত চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান। গত ২৬ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিজয়ী হন। এরপর দলমত নির্বিশেষে সবার সার্বিক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।